২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১, ২২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

২০২৩ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র

গদ্যাংশ : নিমগাছ
-

সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গদ্যাংশ : নিমগাছ’ থেকে আরো ৮টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
২৩। ‘নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে’- এখানে ‘নক্ষত্র’ বলতে কোনটিকে বোঝানো হয়েছে?
ক) নিমগাছের পাতাকে
খ) নিমগাছের ফুলকে
গ) নিমগাছের ডালকে
ঘ) নিমগাছের ছালকে
২৪। দেশের রসাল ও মধুর ফল কোনটি?
ক) তাল ও বেল
খ) আম ও কাঁঠাল
গ) জাম ও নারিকেল
ঘ) আনারস ও লিচু
২৫। চর্মরোগ প্রতিরোধে নিমগাছের কোন অঙ্গটির প্রভাব বেশি?
ক) বাকল
খ) পাতা
গ) কচি ডাল
ঘ) শিকড়
২৬। নিমগাছের পাতাগুলো গরম তেলে ভাজা হয় কেন?
ক) সর্দি-কাশির ওষুধ তৈরিতে
খ) যকৃতের ওষুধ তৈরিতে
গ) ওষুধ তৈরিতে
ঘ) দাঁতের মাজন তৈরিতে
২৭। ‘নিমগাছের হাওয়া ভালো’- এই হাওয়া কিসের জন্য ভালো?
ক) শরীরের জন্য
খ) পরিবেশের জন্য
গ) ফসলের জন্য
ঘ) আবহাওয়ার জন্য
২৮। গৃহকর্ম-নিপুণা লক্ষ্মী বউয়ের মধ্যে পাওয়া যায়-
i) আত্মত্যাগ
ii) অসহায়ত্ব
iii) উপেক্ষা
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও iii গ) i ও ii ঘ) iii
২৯। ‘নিমগাছ’ কী ধরনের গল্প?
ক) প্যারডি গল্প
খ) প্রতীকী গল্প
গ) বিপুল বক্তব্যের গল্প
ঘ) ম্যাজিক গল্প
৩০। কবির বর্ণনায় একঝাঁক নক্ষত্র কী?
ক) নিমগাছের পাতা
খ) নিমগাছের ফুল
গ) নিমগাছের ফল
ঘ) নিমগাছের ছাল
উত্তর : ২৩.খ, ২৪.খ, ২৫. খ, ২৬. গ, ২৭. ক, ২৮. গ, ২৯.খ, ৩০.খ।


আরো সংবাদ



premium cement